এ বছর পদক পেয়েছেন আশালতা বৈদ্য, মোছা. আছিয়া আলম, সৈয়দা জেবুন্নেছা হক, সেলিমা আহমাদ ও নাসরীন আহমাদ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বঙ্গভবনের পুকুরে বিভিন্ন দেশি মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বিকেলে বঙ্গভবনের সিংহ পুকুরে রুই, কাতলা, পাবদা, চিংড়ি, মহাশোলসহ দেশীয় প্রজাতির পাঁচ হাজার ৩৯০টি মাছের পোনা অবমুক্ত করা হয়।
শনিবার শুরু হওয়া মৎস্য সপ্তাহ চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই স্লোগানে পালিত হচ্ছে এবারের মৎস্য সপ্তাহ।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ এর উদ্বোধন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ওিই অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।