হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেটকারের ধাক্কায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন দুজন।
Published : 02 Feb 2024, 12:17 PM
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে, আহত হয়েছেন তার বন্ধু।
নিহত মো. শাহিন (২৩) পেশায় মোটরসাইকেল মিস্ত্রি, বংশালে তার ওয়ার্কশপ। আর আহত আজিমের (২০) মোটরসাইকেল পার্টসের দোকান রয়েছে।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “সকাল ৮টার দিকে তারা দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে হানিফ ফ্লাইওভারে উঠলে একটি প্রাইভেটকারের ধাক্কায় দুইজনই রাস্তায় ছিটকে পড়েন।”
শাহিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।