রাজধানীর সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২

পোস্তগোলা ও চকবাজারে এ দুই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2024, 07:38 PM
Updated : 25 March 2024, 07:38 PM

রাজধানী ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। 

সোমবার রাতে চকবাজারে শফিউদ্দিন (৬৭) ও শ্যামপুরের পোস্তগোলায় মো. সেলিম (৪৮) নামে দুইজনের মৃত্যু হয়। 

সেলিমের ভাই মো. ওয়াসিম বলেন, কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে পোস্তগোলা টেম্পু স্ট্যান্ডের কাছে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে তার ভাই আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহত সেলিম অ্যারিস্টোফার্মার কারখানার প্রকৌশল শাখায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দুই সন্তানের জনক সেলিমের বাড়ি মানিকগঞ্জে। পরিবার নিয়ে পোস্তগোলা এলাকায় থাকতেন তিনি। 

অপর দুর্ঘটনা ঘটে চকবাজারের নিরব হোটেলের সামনে। দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ওই এলাকার বাসিন্দা শফিউদ্দিন গুরুতর আহত হন। 

তার ছেলে মো. রাকিব হোসেন বলেন, তারাবিহ নামাজ শেষে রাস্তায় বের হলে তার বাবা দুর্ঘটনায় পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ১০টায় চিকিৎসক মৃত বলে জানান। 

চকবাজারের নাজিমউদ্দীন রোডের স্থায়ী বাসিন্দা শফিউদ্দিন দুই পুত্রের জনক ছিলেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।