শ্রমিক বিক্ষোভে মিরপুরে সাড়ে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 09:48 AM
Updated : 14 Nov 2023, 09:48 AM

সরকার ঘোষিত নূন্যতম মজুরির ঘোষণা প্রত্যাখ্যান করে ঢাকার মিরপুরে আবারও বিক্ষোভ-মিছিল করেছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ৮টার দিকে থেকে তারা কাফরুল থেকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে মিরপুর ১৪ নম্বরের দিকে অগ্রসর হলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই পথে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে পুলিশ জানিয়েছে।

কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কিছু পোশাক কারখানার শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নামে। কিছু কারখানায় কাজ চললেও পরে সেই শ্রমিকরা ওই কারখানায় গিয়ে বিক্ষোভ করে এবং কর্মরত শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনের যোগ দিতে বাধ্য করে।”

পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবস্থান ও সমাবেশ করেছে জানিয়ে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, পুলিশের সঙ্গেও কোনো ঝামেলা হয়নি।

“তারা যখন সড়কে অবস্থান নেয় তখন আমরা তাদের বুঝিয়েছি। এক পর্যায়ে তারা সড়ক ছেড়ে দিয়েছে।”

মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক সপ্তাহ ধরেই গাজীপুর, সাভার, আশুলিয়া ও মিরপুরে বিক্ষোভ করে আসছেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে সরকার ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করার ঘোষণা দিলেও শ্রমিকদের কয়েকটি অংশ মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।