কিছুদিন আগে শিশুটির বাবা মায়ের বিচ্ছেদ হয় বলে জানিয়েছে পুলিশ। এরপর শিশুটি তার বাবার সঙ্গে থাকত।
Published : 04 Jul 2024, 07:51 PM
রাজধানীর পল্লবীতে বাবার পিটুনিতে অসুস্থ হয়ে আট বছরের একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠার পর সেই বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
শিশুটির নাম জুবায়ের। সে তার বাবা মো. সেলিমের সঙ্গে মিরপুর ১১ নম্বরের পলাশনগর এলাকায় থাকত। কিছুদিন আগে শিশুটির মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ হয়।
পল্লবী থানার ওসি অপূর্ব হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে শিশু জুবায়েরকে মারধর করেন তার বাবা সেলিম। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।
পরে প্রতিবেশীদের চাপের মুখে বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে কুর্মিটোলা হাসপাতালে যান সেলিম। সেখানে তার মৃত্যুর পর পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।