ঢাকায় ২৯ ‘ছিনতাইকারী’ ধরেছে র‍্যাব

বৃহস্পতিবার রাতে  ঢাকার মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2023, 07:34 AM
Updated : 24 Feb 2023, 07:34 AM

ঢাকায় কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন ‘ছিনতাইকারী’কে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের ভাষ্য, এই চক্রের সদস্যরা ছিনাতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।

শুক্রবার র‌্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে ঢাকার মোহাম্মদপুর, হাজারীবাগ, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই ছিনতাকারীদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর, জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ছিনতারীকারীরা তাদের ‘অপরাধের কথা স্বীকার করেছে’ বলে র‍্যাবের ভাষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদেরকে ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।“

র‌্যাব বলছে, “রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের প্রবণাতা বৃদ্ধি পেয়েছে।

রাজধানীবাসী বিভিন্ন এলাকায় চলাচল করতে ছিনতাইকারীর কবলে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছে। এই অভিযোগে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলাও দায়ের হয়েছে।“

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে র‍্যাব।