‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য’ পরিচয়ে তারা ছিনতাইয়ের চেষ্টা করে, বলেন এক এপিবিএন সদস্য।
Published : 02 Dec 2024, 11:24 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে’ এক প্রবাসীর মালামাল ছিনিয়ে নেওয়ার সময় তিনজন ধরা পড়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের এলাকায় এ ঘটনা ঘটে বলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি রাকিব হাসান ভূঁইয়া জানিয়েছেন।
পরে তাদের এ ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন- মো. মাকসুদ, আসাদুল হক ও পুশিদার হোসেন।
এপিবিএনের আরেকজন এএসপি এহসানুল ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সোমবার রাত সোয়া ৮টার দিকে ওই তিন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পার্কিং এলাকায় এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটে নেওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তি দৌড়ে বাঁচার চেষ্টা করলে লোকজন ডাকাতদের ধরতে যায়। তখন তারা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে গাড়ির আঘাতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।
পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে ও তাদের ব্যবহৃত টয়োটা করোলা গাড়িটি জব্দ করে। এই চক্র বেশ কিছুদিন ধরে বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রবাসীদের লুট করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন বলে ওই পুলিশ কর্মকর্তা বলেন।