গত ১০ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে ব্যবসায়ী এহতেশামুল হকের ওপর হামলা হয়।
Published : 13 Jan 2025, 05:46 PM
রাজধানীর এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দুইজনকে ২ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু ও মো. কাউসার মৃধা।
ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান সোমবার এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই মো. বায়েজীদ বোস্তামী।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন।
“আদালত শুনানি নিয়ে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।”
এর আগে রোববার বেলা ১২টার দিকে রাজধানীর জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুর ১টার দিকে হাজারীবাগ গার্লস স্কুলের সামনে একটি মেসে আত্মগোপনে থাকা আসিফুল হক আসিফ ওরফে ঝন্টুকে গ্রেপ্তার করা হয়।
ঝন্টু এই মামলার ৩ নম্বর আসামি।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ৫ অগাস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ভয়-ভীতি ও হুমকি দেওয়া হতো।
ঘটনার বর্ণনায় মামলায় বলা হয়েছে, গত ১০ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে আসামিরা এলিফ্যান্ট রোডের রাস্তায় ব্যবসায়ী এহতেশামুল হকের উপর হামলা করেন। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম হন।
এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।