“হঠাৎ করে তারা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয়। পরে রিসিপশনেও আগুন দেওয়া হয়।”
Published : 18 Jul 2024, 04:41 PM
কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে রওনা দিলেও আন্দোলনকারীদের বাধায় গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি বলে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা বিকাল ৩টা থেকে রাস্তায় অবস্থান করার পরও বিটিভিতে ঢুকতে পারিনি। প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে। পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি আমরা। পরে আমাদের গাড়ি সাড়ে ৪টার দিকে ফিরে আসে।”
বিটিভির প্রধান প্রকৌশলী মাসুদ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করে তারা ভবনে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দেয়। পরে রিসিপশনেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে আমরা ডেকেছি, কিন্তু এখনও তারা আসেনি।”
এ পরিস্থিতির মধ্যে বিটিভির সংবাদকর্মীদের প্রায় সবাই বার্তাকক্ষ থেকে বেরিয়ে যান।
বিটিভির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলনকারীরা জোর করে বিটিভি ভবনের প্রবেশ করে ভাঙচুর শুরু করে। মোটর সাইকেল ও গাড়িতে আগুন দেওয়ার পর অফিসে ঢুকেও ভাঙচুর করে। নিচতলার ডিজাইন সেকশন থেকে কম্পিউটার খুলে নিয়ে গেছে, এসি খুলে নিয়ে গেছে। সম্প্রচার বন্ধেরও চাপ দিয়েছে। হামলার খবর পেয়ে পরে বিজিবি আসে।
বিটিভির ঊর্ধ্বতন নিরাপত্তা পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা হামলা করেছে, তাদেরকে ঠিক ছাত্র মনে হয়নি। এখনও তারা বাইরের রাস্তায় আছে।"