বিজয় দিবসে অনুষ্ঠান আয়োজনে অনুমতি নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতারা বলছেন, এ সিদ্ধান্ত ‘আত্মঘাতী’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2022, 04:10 PM
Updated : 2 Nov 2022, 04:10 PM

বিজয় দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি অনুমতি নেওয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিস্ময় প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। 

অবিলম্বে এ ধরনের ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।

বুধবার সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাশরুরজামান রনির মাধ্যমে তাদের বিবৃতিটি আসে।

বিবৃতিতে বলা হয়, “মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্য এবং আদর্শ সংস্কৃতির নানা আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের নিকট তুলে ধরার প্রয়োজনীয়তার ফল সবাই বললেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যত এক্ষেত্রে নেতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা, অসাম্প্রদায়িক চেতনা এবং বৈষম্যহীন সম্প্রীতির সমাজ নির্মাণে সংস্কৃতির গতিপথকে রুদ্ধ না করে বিধি-নিষেধ প্রত্যাহার করে সর্বাত্মক সহায়তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক জোটের নেতারা।