‘সৌভাগ্যের রজনী’ কবে, জানা যাবে সন্ধ্যায়

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলামদের কাছে ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2023, 04:50 AM
Updated : 21 Feb 2023, 04:50 AM

বাংলাদেশে চলতি বছর শবে বরাত কবে পালিত হবে তা জানা যাবে মঙ্গলবার সন্ধ্যায়।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ওই সময় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেলে সভায় শবে বরাতের তারিখ জানানো হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, দেশের কোন স্থান থেকে আকাশে শাবান মাসের চাঁদ দেখা গেলে সেই খবর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে টেলিফোন করে জানানোর অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

এছাড়া চাঁদ দেখার খবর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো যাবে।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলামদের কাছে ‘সৌভাগ্যের’ রাত হিসেবে বিবেচিত। আর পরের দিনটি সরকারের নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

‘তাৎপর্যপূর্ণ’ রাতটিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমরা ইবাদতে কাটিয়ে দেন।

এছাড়া শবে বরাত ঘিরে দিনটিতে বাড়িতে বাড়িতে হরেক রকমের হালুয়া, ফিরনি, রুটিসহ নানা ধরনেন খাবার তৈরির প্রচলন আছে। এসব খাবার দুঃস্থ-গরীব মাঝে বিরতরণের পাশাপাশি প্রতিবেশী ও আত্মীয়গ-স্বজনদের বাড়িতে বাড়িতেও কেউ কেউ পাঠান।