অবসরোত্তর ছুটি ও সুবিধাদি স্থগিতের শর্তে এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
Published : 10 Sep 2024, 11:31 PM
র্যাব মহাপরিচালকের দায়িত্ব থেকে সদ্য অবসরোত্তর ছুটিতে যাওয়া এ কে এম শহিদুর রহমানকে ফিরিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বলেছে, “শহিদুর রহমানকে তার অবসরোত্তর ছুটি ও সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।”
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গণআন্দোলনে আওয়ামী সরকার পতনের পর গত ৭ আগস্ট এ কে এম শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালকের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।