ঢাকায় বাসায় ঢুকে মারধর ও লুটপাট, গ্রেপ্তার ২

বাবুবাজারের এক নারীকে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছিলেন দুই যুবক, বলছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 07:59 AM
Updated : 3 June 2023, 07:59 AM

ঢাকার বাবুবাজারে বাসায় ঢুকে এক নারীকে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুর থেকে শুক্রবার তাদের গ্রেপ্তারের কথা জানান ঢাকার কোতোয়ালী থানার ওসি মো. শাহীনুর রহমান।

গ্রেপ্তার দুজন হলেন, ওমর ফারুক (২২) ও শরিফ মাহমুদ (২৪)।

ওসি শাহীনুর বলেন, “২৯ মে সকাল সাড়ে ৯টার দিকে মাথায় টুপি ও মুখে রুমাল বেঁধে বাবুবাজার হায়বৎ নগর লেনের শাহিনের বাসার অষ্টম তলায় প্রবেশ করেন দুজন। সেসময় বাসায় ছিলেন শাহিনের স্ত্রী। ওই দুজন সেই নারীকে মারধর করে ১০ লাখ ৫ হাজার টাকা ও স্বর্ণের বিভিন্ন গহনা নিয়ে যান।”

এ ঘটনায় থানায় মামলা হলে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করে পুলিশ। পরে কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ১ লাখ ৭১ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধারের কথা জানান ওসি।