গত ৯ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
Published : 14 Feb 2025, 02:11 PM
সাবেক প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের স্মরণে শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শনিবার বিকাল পৌনে ৫টায় মহাখালীর গাউসুল আজম মসজিদে এ আয়োজন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অনুষ্ঠানে উপস্থিত হতে প্রয়াতের আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে নারীদের জন্য বসার আলাদা ব্যবস্থা থাকবে।
বিচারপতি আব্দুর রউফ গত ৯ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে মারা যান, তার বয়স হয়েছিল ৯১ বছর।
১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করা রউফ লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ষাটের দশকের শুরুতে তিনি আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯৮২ সালে বিচারক হিসেবে যোগ দেন হাই কোর্টে।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে এইচ এম এরশাদ সরকারের পতন হলে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। হাই কোর্ট বিভাগের বিচারক আব্দুর রউফকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আনেন।
পঞ্চম সংসদ নির্বাচনের আগে সেই অন্তর্বর্তী সরকারের সময়ই প্রথমবারের মত তিন সদস্যের ইসি পায় বাংলাদেশ। মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে বিচারপতি রউফ ফিরে যান আদালতে। ১৯৯৫ সালের জুনে হাই কোর্ট থেকে আপিল বিভাগের বিচারক হন তিনি। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি অবসরে যান রউফ।
অবসরের পর ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সাবেক এই বিচারপতি। জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’এর কেন্দ্রীয় সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।