প্রতারণার মামলায় হোমল্যান্ড লাইফের ৭ পরিচালক গ্রেপ্তার

মাগুরার একটি আদালতে করা প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানায় ঢাকার মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 06:25 PM
Updated : 26 Sept 2022, 06:25 PM

প্রতারণার অভিযোগে করা মামলায় হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাত পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মতিঝিলের প্রধান কার্যালয় থেকে গত ২১ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খান।

গ্রেপ্তার সাতজন হচ্ছেন- হোমল্যান্ড লাইফের ভাইস চেয়ারম্যান জামাল মিয়া, পরিচালক আবদুর রব, কামাল মিয়া, আবদুর রাজ্জাক, আবদুল আহাদ, জামাল উদ্দিন মকদ্দুস ও আবদুল হাই।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  মাগুরার একটি আদালতে করা প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানায় তাদের গ্রেপ্তার করা হয়।"এই সাত জনের বিরুদ্ধে ২৭টি গ্রেপ্তারি পরোয়ানা আমাদের থানায় এসেছিল। একেক জনের বিরুদ্ধে ৩-৪টি করে গ্রেপ্তারি পরোয়ানা।"তাদের গ্রেপ্তারের দিনই আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা এসেছিল তাদের প্রত্যেকেই পাওয়া গেছে।

মতিঝিল থানার কাছে এ মামলার বিষয়ে আর কোনো তথ্য না থাকায় ওসি প্রতারণার বিষয়ে কিছু জানাতে পারেননি।

তিনি বলেন, "আমরা শুধু আদালতের নির্দেশনা মেনেছি।"

থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী মো. নাসিরুল আমিন জানান, ছয় জনের নামে ৪টি করে এবং একজনের নামে ৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল।