ছিনতাইকারীর কবলে মন্ত্রীর এপিএস

এপিএস সাদেক দৌড়ে ছিনতাইকারীকে জাপটে ধরেন। এসময় ছিনতাইকারী তার হাতে থাকা ব্লেড জাতীয় কিছু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 04:46 AM
Updated : 3 Feb 2023, 04:46 AM

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর কবলে পড়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস মো. সাদেক হোসেন চৌধুরী।

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বেইলি রোডে মন্ত্রীর বাসা থেকে গাড়িতে করে ফার্মগেইটে নিজের বাসায় ফিরছিলেন সাদেক। পথে কারওয়ান বাজারে ওই ঘটনা ঘটে।

“সার্ক ফোয়ারা অতিক্রম করার সময় এক ছিনতাইকারী তার গাড়িতে থাকা অন্যজনের মোবাইল ফোন টেনে নিয়ে দৌড় দেয়। এপিএস সাদেক দৌড়ে ছিনতাইকারীকে জাপটে ধরেন। এসময় ছিনতাইকারী তার হাতে থাকা ব্লেড জাতীয় কিছু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।”

ওসি বলেন, ছিনিয়ে নেওয়া মোবাইলটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান জানান, আহত সাদেককে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।