দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে নৌকার আলোচিত প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দকে পরাজিত করেন তিনি।
Published : 09 Oct 2024, 06:22 PM
আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা চালানো এবং তাতে অর্থের যোগান দেওয়ার অভিযোগের মামলায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে এসব অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় তার নামে চারটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মামলায় এক নম্বর এবং দুটিতে তিন নম্বর আসামি তিনি।
বুধবার বিকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় বলা হয়, ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে সাবেক এই সংসদ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, বলা হয়েছে ওই বার্তায়।
পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন সোহরাব উদ্দিন।
গত জানুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে কটিয়াদি ও পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তিনি।
নৌকার প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দকে ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন সোহরাব উদ্দিন।
কাহার আকন্দ বঙ্গবন্ধু হত্যা মামলা, ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলা এবং ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ মামলাসহ কয়েকটি আলোচিত মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন।
এই আসনেই একাদশ সংসদে সদস্য ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ।
পুলিশের প্রভাবশালী দুই কর্মকর্তাকে টেক্কা দিয়ে ভোটে জেতার কারণে জাতীয় রাজনীতিতে উঠে আসেন কিশোরগঞ্জ আওয়ামী লীগের সাবেক এই নেতা।
নির্বাচনের বাইরেও সম্প্রতি বিভিন্ন কারণে সোহরাব উদ্দিন আলোচনায় ছিলেন। আওয়ামী লীগ সরকারের সর্বশেষ জাতীয় বাজেট নিয়ে সংসদে বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেন তিনি।
যখন কালো টাকা সাদা করা নিয়ে তুমুল হৈ চৈ চলছিল, তখন বাজেট আলোচনায় অংশ নিয়ে কালো টাকা সাদা করার ক্ষেত্রে কর আরও কমানোর প্রস্তাব দেন সোহরাব উদ্দিন।
বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে বৈধ করার সুযোগ দেয় শেখ হাসিনার সরকার।
২০১৪ সালে প্রধান বিরোধী দল বিএনপি ও অন্যান্য বিরোধীদের ছাড়াই হওয়া নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে প্রথমবারই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন সোহরাব উদ্দিন।
ঢাকার বাইরের সংসদ সদস্যরা ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছেন। সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে মঙ্গরবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মানিককেও গ্রেপ্তার করেছে র্যাব।