প্রাইভেট কারটিকে ধাক্কা দেওয়া ট্রেনের নাম জানা যায়নি।
Published : 01 Dec 2024, 08:46 PM
ঢাকার মগবাজার লেভেল ক্রসিংয়ে ট্রেন আসার আগমুহূর্তে ‘তড়িঘড়ি’ করে উঠে পড়া একটি প্রাইভেট কার ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনায় প্রাইভেটকারের ভেতরে থাকা সবাই বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন হাতিরঝিল থানার এসআই রেজোয়ান উজ্জামান।
তিনি বলেন, “প্রাইভেট কারটি মগবাজার থেকে হাতিরঝিলের দিকে যাচ্ছিল। ট্রেন আসার আগে লেভেলক্রসিংয়ের গেট নামানো হলেও তড়িঘড়ি করে প্রাইভেট কারটি লাইনের উপরে উঠে যায়।
“এ সময় তেজগাঁওর দিকে থেকে একটি ট্রেন কাছাকাছি চলে এসেছে দেখতে পেয়ে কারের চালকসহ তিন জন নেমে যান। পরে ট্রেনটি প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে চলে যায়।”
ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।”
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রাইভেট কারটিকে ধাক্কা দেওয়া ট্রেনের নাম জানাতে পারেননি।