০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
কামরুল আহসানের জন্ম জন্ম ২০ অক্টোবর ১৯৮২ সালে। কুমিল্লা জেলার মুরাদনগর থানায়, মামার বাড়িতে। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু। জড়িত ছিলেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে। কাজ করেছেন একটি গবেষণা-প্রতিষ্ঠানে। কবিতা ছাড়া লেখালেখির সব অঙ্গনে যুক্ত। টেলিভিশনের জন্য অসংখ্য নাটক লিখেছেন। প্রকাশিত প্রন্থ: নহর ও লিথি (গল্পগ্রন্থ ২০০৯), এই আমার আকাশ (উপন্যাস ২০১১), অমৃত এবং হলাহল (গল্পগ্রন্থ ২০২০), স্বর্ণমৃগ (উপন্যাস ২০২০), সৃজনশীলতা, ওশো (অনুবাদ, ২০২২), মহাজীবন (উপন্যাস ২০২২) এবং মাই স্টোরি, মেরিলিন মনরো (অনুবাদ ২০২৩)