একটি পাওয়ার প্লান্টে নাইট শিফটে কাজ করার সময় মাত্র ছয় সপ্তাহে তিনি As I Lay Dying উপন্যাসটি লিখে ছিলেন। মধ্যরাতে তিনি লেখা শুরু করতেন এবং ভোর ৪ টার দিকে লেখা শেষ করতেন।
Published : 26 Feb 2025, 03:09 PM
লেখালেখি খুব নিজস্ব একটি বিষয়। আবার একইসাথে খুব সর্বজনীন। পৃথিবীর সব দেশেই লেখালেখি বিষয়টি খুব প্রচলিত। একেক লেখকের লেখার ধরণ একেক রকম। তাদের আছে লেখার নিজস্ব রীতিনীতি, সময়সূচি, ও অভ্যাস। সাধারণত লেখালেখির প্রক্রিয়াটি দীর্ঘ ও কঠিন; অনেক পরিশ্রম ও কল্পনার পরে লেখকরা একটি গল্প তৈরি করেন। কোনো কোনো লেখক লিখতে তুলনামূলক বেশি সময় নেন। আবার কিছু কিছু লেখক আছে যারা দ্রুত লেখেন। বিশ্বসাহিত্যের ইতিহাসে এমন কিছু বিখ্যাত বই আছে যা আশ্চর্যজনকভাবে খুব দ্রুততম সময়ে লেখা হয়েছিল বলে মনে করা হয় এবং এ বিষয়টি নিয়ে বিভিন্ন মতভেদ রচয়েছে।। আজ সেরকম কিছু বইয়ের কথাই আমরা জানবো।
ভলতেয়ারের Candide
তালিকার একদম শুরুতেই আছে ভলতেয়ারের Candide বইটি। ভলতেয়ার ছিলেন ফরাসি আলোকিত যুগের একজন প্রখ্যাত দার্শনিক, ও লেখক। তিনি তাঁর তীক্ষ্ণ রসবোধ, এবং রোমান ক্যাথলিক চার্চ, দাসপ্রথা, প্রচলিত অন্যান্য রীতিনীতির কঠোর সমালোচনার জন্য সুপরিচিত ছিলেন। তিনি বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এবং রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখার সমর্থক ছিলেন। ভলতেয়ার প্রচুর লিখতেন; উপন্যাস, প্রবন্ধ, কবিতা, নাটক—প্রভৃতি শাখায় তাঁর অসামান্য অবদান রয়েছে। তাঁর অন্যতম আলোচিত একটি কাজ হলো Candide। ঠিক কখন তিনি Candide লিখেছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে। বলা হয়ে থাকে, এটি ১৭৫৭ সালে বা ১৭৫৮ সালের শেষের দিকে রচিত হয়েছিল। তবে এক জনপ্রিয় কিংবদন্তীর মতে, ভলতেয়ার মাত্র তিনদিনে Candide লিখে শেষ করেছিলেন যদিও এর কোনো প্রতিষ্ঠিত প্রমাণ নেই। এটি একটি উপন্যাসিকা যেখানে তিনি তাঁর সমসাময়িক অনেক ঘটনা, চিন্তাবিদ ও তাদের দর্শন নিয়ে মন্তব্য করেন এবং তাঁর তীক্ষ্ণ রসবোধের মাধ্যমে তা এই উপন্যাসিকায় তুলে ধরেন।
আগাথা ক্রিস্টির The Mysterious Affair at Styles
আগাথা ক্রিস্টি ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখিকা যিনি তার গোয়েন্দাকাহিনির জন্য বিশ্বব্যাপী পরিচিত। তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারো ও মিস মার্পল অসম্ভব পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। তিনি প্রায় ৬৬ টি গোয়েন্দা উপন্যাস ও ১৪ টির মতো গোয়েন্দা গল্প সংকলন রচনা করেছেন। তাঁকে ‘রহস্য কাহিনির রানী’ হিসেবে অভিহিত করা হয়। সকল কথাসাহিত্যিকের মধ্যে তাঁর বই সর্বাধিক বিক্রিত। তিনি তাঁর প্রথম উপন্যাস The Mysterious Affair at Styles মাত্র একমাসে রচনা করেছিলেন এবং এ উপন্যাসেই তিনি তাঁর বিখ্যাত গোয়েন্দা চরিত্র এরকুল পোয়ারোকে প্রথমবারের মতো সামনে আনেন। বইটি যেমন খুব দ্রুত লেখা হয়েছিল, তেমনি খুব দ্রুতই পাঠকদের মনে জায়গা করে নিয়েছিল। এই সাফল্যই আগাথা ক্রিস্টিকে রহস্য কল্পকাহিনির জগতে এক অপরাজেয় স্থান এনে দেয়।
স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনি A Study in Scarlet
স্যার আর্থার কোনান ডয়েল ছিলেন একজন ব্রিটিশ লেখক ও চিকিৎসক যিনি তাঁর গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জন্য বিখ্যাত। বলা হয়ে থাকে, তিনি A Study in Scarlet উপন্যাসটি মাত্র তিন সপ্তাহে লিখে শেষ করেন। উল্লেখ্য যে, এই উপন্যাসের মাধ্যমেই তিনি তাঁর কিংবদন্তী গোয়েন্দা চরিত্র শার্লক হোমসকে পাঠকদের সাথে পরিচিত করান এবং এরপর থেকে শার্লক হোমস তাকে ছাপিয়ে অর্জন করেছে ব্যাপক পাঠকপ্রিয়তা। কোনান ডয়েল শার্লক ও তার বন্ধু ড. ওয়াটসন কে নিয়ে মোট চারটি উপন্যাস ও প্রায় ছাপ্পান্নটি ছোটগল্প রচনা করেছেন।
ফিয়োদর দস্তয়েভস্কির The Gambler
ফিয়োদর দস্তয়েভস্কি ছিলেন একজন রুশ ঔপন্যাসিক, ছোট গল্পকার, ও প্রাবন্ধিক। বহু সাহিত্য সমালোচক তাঁকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের একজন বলে মনে করেন। তিনি তাঁর সাহিত্যকর্মে রাশিয়ার জটিল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এবং মানব অস্তিত্বের গভীর অনুসন্ধান, মানবমনের দ্বিধাদ্বন্দ্ব ও বিভিন্ন আধ্যাত্নিক পরিস্থিতির কথা তুলে ধরতেন। তাঁর সাহিত্যকর্মগুলো ছিল অত্যন্ত প্রভাবশালী। Crime and Punishment দস্তয়েভস্কি রচিত অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস। রুশ এই কথাসাহিত্যিক মাত্র ২৬ দিনে একটি উপন্যাস রচনা করেছিলেন; উপন্যাসটির নাম The Gambler। সেসময় তিনি জুয়ায় আসক্ত ছিলেন এবং ঋণে জর্জরিত ছিলেন। উপন্যাসটি তিনি মুখে বলে একজন স্টেনোগ্রাফারকে দিয়ে লিখিয়ে নেন যার নাম ছিল আন্না গ্রিগোরেভনা স্নিটকিনা। তার সাহায্যে দস্তয়েভস্কি এ উপন্যাসটি সময়মতো লিখে শেষ করেন। পরবর্তীতে তিনি, আন্নাকে বিয়ে করেন। উপন্যাসটি এতো তাড়াহুড়োয় শেষ করার কারণ হলো সেসময় তিনি এফ. টি. স্টেলোভস্কির সাথে একটি চুক্তি করেন, যেখানে তাঁকে ১২ বা তার বেশি সিগনেচার বিশিষ্ট একটি উপন্যাস নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার কথা বলা হয়। নয়তো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্টেলোভস্কি দস্তয়েভস্কির সকল কাজ প্রকাশ করার অধিকার পাবেন এবং দস্তয়েভস্কি এর কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না।
চার্লস ডিকেন্সের A Christmas Carol
চার্লস ডিকেন্স ছিলেন একজন বিখ্যাত ইংরেজ লেখক যিনি লেখালেখির ক্ষেত্রে একটি বাঁধা-ধরা সময়সূচি অনুসরণ করতেন। সাহিত্যে তাঁর অবদান অসামান্য। আশ্চর্য সুন্দর কিছু গ্রন্থ তিনি রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো A Christmas Carol, Oliver Twist, Great Expectations, A Tale of Two Cities। বলা হয়ে থাকে, ডিকেন্স মাত্র ছয় সপ্তাহের মধ্যে A Christmas Carol গ্রন্থটির কাজ সম্পন্ন করেন।
জ্যাক কেরুয়াকের On the Road
জ্যাক কেরুয়াক রচিত On the Road বইটি "বিটনিক বাইবেল" নামে পরিচিত। এবং এটি একটি প্রভাবশালী বই। কেরুয়াক একটি অবিচ্ছিন্ন কাগজের রোলে মাত্র তিন সপ্তাহে এই উপন্যাসটি সম্পূর্ণরূপে লিপিবদ্ধ করেছিলেন। On the Road বইটি লেখার প্রক্রিয়া যদিও খুব দ্রুত ছিল, তবে এর প্রস্তুতি হিসেবে ছিল বছরের পর বছর তাঁর ভ্রমণ ও জার্নালিং।
উইলিয়াম ফকনারের As I Lay Dying
উইলিয়াম কুথবার্ট ফকনার ছিলেন একজন মার্কিন লেখক। As I Lay Dying ফকনার রচিত পঞ্চম উপন্যাস। একটি পাওয়ার প্লান্টে নাইট শিফটে কাজ করার সময় মাত্র ছয় সপ্তাহে তিনি As I Lay Dying উপন্যাসটি লিখে ছিলেন। মধ্যরাতে তিনি লেখা শুরু করতেন এবং ভোর ৪ টার দিকে লেখা শেষ করতেন। নিজের লেখা নিয়ে তিনি এতোটাই আত্নবিশ্বাসী ছিলেন যে তিনি দাবি করেছিলেন যে প্রথম খসড়া থেকে তিনি কোনো কিছু পরিবর্তন করেন নি।
কাজুও ইশিগুরোর The Remains of the Day
The Remains of the Day সাহিত্যে নোবেলজয়ী লেখক কাজুও ইশিগুরো রচিত একটি হৃদয়গ্রাহী উপন্যাস যা ১৯৮৯ সালে বুকার পুরস্কারে ভূষিত হয়েছিল। এটি সর্বকালের সবচেয়ে প্রশংসিত যুদ্ধোত্তর উপন্যাসগুলোর মধ্যে একটি। তিনি সোমবার থেকে শনিবার সকাল ৯ টা থেকে রাত ১০.৩০ পর্যন্ত লিখে, প্রায় চার সপ্তাহের মধ্যে The Remains of the Day সম্পন্ন করেছিলেন।
স্বল্প সময়ে লেখার কারণে ভলতেয়ারের স্যাটায়ার থেকে শুরু করে আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি, আগাথা ক্রিস্টির মার্ডার মিস্ট্রি থেকে কাজুও ইশিগুরোর হৃদয়গ্রাহী কাহিনি— সাহিত্যমান বা পাঠকপ্রিয়তা কোনটির বিচারেই কিন্তু এ গ্রন্থগুলো পিছিয়ে নেই। বরং সবগুলো সাহিত্যকর্মই পাঠকদের মোহিত করেছে এবং প্রথম প্রকাশের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পাঠক আগ্রহের সাথে এই গ্রন্থগুলো হাতে তুলে নিচ্ছে। তাদের সকালের কফির সাথে থাকছে এর মধ্যে থেকেই কোনো বই। কফিতে চুমুক দিতে দিতে তারা পরছে শার্লকের কথা, এরকুল পোয়ারোর কথা। পড়ছে ১৫ জন ভিন্ন ভিন্ন চরিত্রের বর্ণনায় ৫৯ অধ্যায়ের বই As I Lay Dying। A Christmas Carol পড়ে মুগ্ধ হয়ে তারা হয়তো হাতে তুলে নিচ্ছে চার্লস ডিকেন্সের অন্য কোনো বই।
তথ্যসূত্র:
https://magazine.tagheuer.com/en/2021/11/23/speed-reads-the-fastest-novels-ever-written/#:~:text=A%20Clockwork%20Orange,-British%20writer%20Anthony&text=Written%20in%201962%2C%20and%20Burgess,as%20'Clockwork%20Marmalade'.)
https://evanswensen.medium.com/have-you-ever-wondered-how-long-it-takes-to-write-a-book-8b0cdd4d50d8
• Havens, George R. (April 1932). "The Composition of Voltaire's Candide". Modern Language Notes. 47 (4): 225–234. doi:10.2307/2913581. JSTOR 2913581.
• Wade, Ira O. (October 1956). "The La Vallière MS of Candide". The French Review. 30 (1).