প্রদর্শিত হবে চিত্রকর্ম, ভাস্কর্য, ইন্সটলেশন আর্ট, স্ট্রিট আর্ট, আলোকচিত্র, ভিডিও আর্ট, মিক্সড মিডিয়া ও কনসেপচুয়াল আর্টসহ হাজারো শিল্পকর্ম।
Published : 01 Nov 2024, 10:17 AM
নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে ‘অলিম্পিকস অব আর্ট ২০২৪’। এতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন তৌহিন হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই চিত্রশিল্পী জানিয়েছেন, তার ‘সিটি নাইট’ সিরিজের চারটি চিত্রকর্ম এই আয়োজনে প্রদর্শিত হবে।
এই আয়োজনের পর্দা উন্মোচন উদ্বোধন হবে আগামী ১৫ নভেম্বর, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
অলিম্পিকস অব আর্ট আয়োজন করছে আর্টিএইড। এতে বিশ্বের ৮০টি দেশ থেকে আড়াইশ চিত্রশিল্পী অংশ নেবেন জানিয়ে তৌহিন বলেন, এখানে প্রদর্শিত হবে চিত্রকর্ম, ভাস্কর্য, ইন্সটলেশন আর্ট, স্ট্রিট আর্ট, আলোকচিত্র, ভিডিও আর্ট, মিক্সড মিডিয়া ও কনসেপচুয়াল আর্টসহ হাজারো শিল্পকর্ম।
“বিশ্বজুড়ে চিত্রশিল্পীদের মিলনমেলা হতে যাচ্ছে নিউ ইয়র্ক শহরের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত রেইন ফরেস্ট ফাউন্ডেশনের দু’টি আর্ট গ্যালারি ও সংশ্লিষ্ট এলাকাজুড়ে।”
এর আগে ‘অলিম্পিকস অব আর্ট’ অনুষ্ঠিত হয়েছিল গ্রিসের রাজধানী এথেন্স ও আমেরিকার আটলান্টায়।
নিউ ইয়র্ক থেকে তৌহিন হাসান যাবেন দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। তিনি সেখানে ‘পেরু বিয়েনেল-২০২৪’তে অংশ নেবেন বলে জানান।
আগামী ৬-১২ ডিসেম্বর এই আয়োজন চলবে।
এতে অংশ নিতে বিভিন্ন দেশের ২২ হাজার ২৫৬ জন শিল্পী আবেদন করেছিলেন জানিয়ে তৌহিন বলেন, এখানে নির্বাচিত হয়েছেন ৫৬০ জন শিল্পী।
শিল্পীরা তাদের চিত্রকর্ম, ভাস্কর্য, আলোকচিত্র, ডিজিটাল আর্ট, মিশ্র মাধ্যম, ভিডিও আর্ট থেকে শুরু করে নৃত্য, সঙ্গীত ও থিয়েটার মঞ্চস্থ করবেন এই বিয়েনেলে।
পেরুতে তৌহিন হাসানের ‘আমার ভাষা বাংলা-তোমার ভাষা কি?’ শিরোনামে ডিজিটাল আর্ট ও ডিজাইন প্রদর্শিত হবে।
১৯৭৮ সালে শরীয়তপুর জেলায় তৌহিন হাসানের জন্ম। শিল্পের নানা শাখায় কাজ করলেও তিনি চিত্রকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন ২০০৭ সালে, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে।
চিত্রকলার পাশাপাশি তিনি প্রচ্ছদশিল্পী হিসেবেও পরিচিত। এছাড়াও তিনি নিয়মিত কাজ করছেন ডিজিটাল আর্ট ও কমার্শিয়াল ডিজাইনে।
ইতোমধ্যে ‘বার্জার তরুণ চিত্রশিল্পী অ্যাওয়ার্ড-২০০৪’ এবং সিডি কভার ডিজাইনের জন্য ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-২০১১’ অর্জন করেছেন তিনি।
তার প্রথম একক চিত্র প্রদর্শনী ‘দি আদার মুন’ অনুষ্ঠিত হয় ২০১০ সালে ঢাকার আঁলিয়াস ফ্রঁসেজের লা গ্যালারিতে। বর্তমানে তিনি স্বাধীন চিত্রশিল্পী ও ডিজাইনার হিসেবে কাজ করছেন।