মগজের কোষ কুটিল মারীতে আক্রান্ত, / কিন্তু তা দেয় সাত স্বর্গের আস্বাদন।
Published : 14 Mar 2025, 01:45 PM
নীল সূর্য
সাম্রাজ্যের সূর্য অন্ধকারে ডুবে গেছে,
শুধু ফারাওদের দীর্ঘশ্বাস প্রতিধ্বনিময়।
যদিও ধ্বংসের দিন ঘনিয়ে এসেছে
কফিনগুলো চিরকাল থাকবে অক্ষয়।
ভিন্ন এক সূর্য বিকিরণ করে আলো,
কণ্টকাকীর্ণ ফুল তাই ফোটে সাহারায়।
ধূমল মরূদ্যান দুঃস্বপ্নে ডুবে গেলো :
মায়াবী হ্রদের ছায়া ইশারা জানায়।
নায়েলের জলে আজো দীপমালা উদ্ভাসিত,
মেম্ফিসে দেবতারা বাদ্য শেখান।
ভীতিকর নীলিমায় সূর্য জ্বলে শত শত :
রাজাসনকে রক্তপাত করে মহীয়ান।
হে অনন্ত নক্ষত্রবীথি, বিভ্রান্ত হ'য়ো না তুমি
পৃথিবী জুড়ে প্রবাহিত বিমনা হাওয়ায়,
নৈরাজ্য কাটলে পুনরায় প্লাবিত হবে ভূমি
আরেকটি ভ্রষ্টাচারী দানবের অপেক্ষায়।
মাদকাসক্তের গান
আমাদের হতাশাগ্রস্ত আত্মা ডুবে যায়
অমারজনীর করাল ছায়ায়।
দণ্ডিত যারা মৃত্যুদণ্ডে, তাদের উদ্ভ্রান্ত
চোখের তারাতেও যে-মাদক প্রসুপ্তিময়
সেই হেরোইনও নামায় বিষণ্ণতা
আমাদের হৃদয়ে-রক্তে-শিরায় শিরায়।
অনাদি বৃক্ষে জাগ্রত ধূম্র ছায়া,
আত্মীয় পরিজন অতল কবরে বন্দি,
শয়তানি স্বপ্ন সেমেটারিতে পায় কায়া,
মাছিরা আঁটে নরক বিস্তারের ফন্দি।
এ নয় স্বপ্ন, মায়াবী এক চক্রান্ত,
হয়তো তা এই দিব্য মাদকের উদ্ভাবন,
মগজের কোষ কুটিল মারীতে আক্রান্ত,
কিন্তু তা দেয় সাত স্বর্গের আস্বাদন।
এই তো মাদক, নয় সে কোনো দেবী,
রাক্ষসী কিংবা ভূতল কারার গুপ্তচর,
খোদার আদেশ পালনে উদ্যত আফ্রিদি,
বা পায়ুমৈথুনে ক্লান্ত বালক, ধুরন্ধর;
এ শুধু ঘটায় ঐশী বাণীর আস্ফালন,
স্ফটিক থেকে লক্ষ তারার স্খলন।
পপিফুলের এই নির্যাস যখনই রক্তে মেশে
শুনেছি— অমানিশা উদ্বায়ী হয়, স্বপ্নে ভাসে।
কিন্তু এ-মহীয়ান ড্রাগও এনেছে অন্ধকার :
ভূলুণ্ঠিত করেছে সমস্ত গর্ব ও অহংকার।