আমিই তোমার ফিনিক্স, বোঝোও নি তুমি!
Published : 14 Feb 2025, 12:43 PM
১.
ভালোবাসার আবার দিবস!
ভালোবাসা অলৌকিক যাতনা,
নিশিদিন হৃদয় কুরে কুরে খুঁড়ে খুঁড়ে
যে বোধ জীবনের চেয়ে গাঢ়, মৃত্যুর চেয়ে আপন।
২.
আমাকে বেঁধে রেখেছো, ভেবেছো তুমি মুক্ত?
তোমার অমানিশা আত্মা
যা ছোঁয়, তাই পোড়ে…অঙ্গার, চূর্ণ-বিচূর্ণ…
আমিই তোমার ফিনিক্স, বোঝোও নি তুমি!
৩.
তুমি—আমি, আমার আর ওই ল্যাম্পপোস্টের ছায়াটার মতো।
ছুঁয়ে আছি অঙ্গাঙ্গি, দূরত্ব একপৃথিবী!
ছায়াতে আমাদের ঘর আদর ভালোবাসা…
আলোতে—অনির্ণেয়!