সমগ্র বাংলাদেশ

মাদকবিরোধী অভিযান: আরও দুইজন গুলিতে নিহত

Byনিউজ ডেস্ক

এর মধ্যে চাঁদপুরের সদর উপজেলায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন।  আর ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করার খবর দিয়ে পুলিশ বলেছে, ওই ব্যক্তিও মাদক বিক্রেতা ছিলেন।

মে মাসে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে মাদকবিরোধী অভিযান ‍শুরুর পর এ নিয়ে নিহতের সংখ্যা পৌঁছালো ১৩০ জনে।

অভিযানে মৃত্যুর অধিকাংশ ঘটনার ক্ষেত্রে বলা হচ্ছে, মাদক কারবারিরা আইন-শৃঙ্খলা বাহিনীর দিকে গুলি করায় পাল্টা গুলি চালাচ্ছে পুলিশ বা র‌্যাব, তাতে ঘটছে মৃত্যু।

কয়েকটি ক্ষেত্রে গুলিবিদ্ধ লাশ পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের মৃত্যু হয়েছে মাদক চোরাকারবারিদের অভ্যন্তরীণ কোন্দলে।

তাদের ওই বক্তব্য ও ঘটনার বিবরণ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন বন্দুকযুদ্ধে নিহতের প্রতিটি ঘটনার তদন্ত চেয়েছে। আর জাতিসংঘ বলেছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, দেশ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।

আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলার পুরানবাজারের পূর্ব শ্রীরাদী এলাকার বালুর মাঠে বুধবার গভীর রাতে পুলিশের সঙ্গে মাদক চোরাকারবারিদের কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ওয়ালী উল্যহ।

নিহত ইউনুস পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকার আব্দুল মজিদ মিজির ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুরসহ বিভিন্ন থানায় মাদক আইনের আটটি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

ওসি বলেন, পূর্ব শ্রীরাদী এলাকায় বালুর মাঠে মাদকের একটি বড় চালান যাওয়ার খবরে সেখানে অভিযান চালায় পুলিশ।

“এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ইউনুস গুলিবিদ্ধ হয়।”

চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলছেন, এই অভিযানে পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০৩টি ইয়াবা, একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, চারটি কার্তুজের খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মে মাসে প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে মাদকবিরোধী অভিযান ‍শুরুর পর থেকে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশের মৃত্যু হয়েছে পুলিশ বা র‌্যাবের গুলিতে। 

ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমতলবদ গ্রাম থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। 

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ বলছেন, মঙ্গলবার গভীর রাতে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

তিনি বলেন, “রাতে মাদকের ভাগ-ভাটোয়ারা নিয়ে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় ওই গ্রামে। সকালে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।”

পুলিশ গিয়ে লাশের পাশে ইয়াবা, চাপাতি ও রামদা পেয়েছে জানিয়ে ওসি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযানে আরও ১১ লাশ

মাদকবিরোধী অভিযান: নিহত আরও ১০ জন

মাদকবিরোধী অভিযানে আরও ৯ জন গুলিতে নিহত

মাদকবিরোধী অভিযানে গুলিতে নিহত আরও ১১ জন

বন্দুকযুদ্ধ’ চলছেই, এক রাতে নিহত ৯

কথিত বন্দুকযুদ্ধে ৬ জন নিহত

‘বন্দুকযুদ্ধ’ অব্যাহত, গুলিতে নিহত আরও ১২

মাদকবিরোধী অভিযানে নিহত কাউন্সিলরসহ আরও ১১

মাদকবিরোধী অভিযানে ৯ জেলায় আরও ১২ জন নিহত

মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা শত ছাড়াল

মাদকবিরোধী অভিযানে ঢাকায় তিনজনসহ নিহত আরও ১৪

মাদকবিরোধী অভিযান: নিহতের তালিকায় আরও ২

মাদকবিরোধী অভিযানে নিহত আরও ৩

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় নিহত ১

মাদকবিরোধী অভিযান: নিহত আরও দুইজন

মাদকবিরোধী অভিযানে নিহত আরও ৪

SCROLL FOR NEXT