ক্রিকেট

ভুল থেকে শিখবে লিটন: তামিম

Byক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদার বল ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন লিটন। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন। কিন্তু সিদ্ধান্ত পাল্টায়নি।

দ্বিতীয় টেস্টে পরিকল্পনা করে তাকে বোল্ড করেন আন্দিলে ফেলুকওয়ায়ো। টানা কয়েকটি আউট সুইং করার পর করেন একটি ইন সুইং। সেটিও আউট সুইং ভেবে ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যান লিটন।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন আবার ছেড়ে দিয়ে বোল্ড হলেন তিনি। পেলেন গোল্ডেন ডাকের স্বাদ। সুরঙ্গা লাকমলের অফ স্টাম্পের একটু বাইরের ইন সুইং কী বুঝে ছাড়লেন একমাত্র নিজেই বলতে পারবেন লিটন। ডানহাতি পেসারের বল উড়িয়ে দেয় তার অফ স্টাম্প। 

টানা তিন টেস্টে লিটন ছেড়ে দিয়ে আউট হয়েছেন জেনে একটু অবাকই হলেন তামিম। তবে তার বিশ্বাস, এসব থেকে শিখবেন লিটন।

“আমিও এভাবে আউট হয়েছি এক-দুইবার। ব্যাটসম্যানদের ভুলের কারণেই এটা হয়। লিটন নিশ্চয় এটা নিয়ে কাজ করবে। নিজের ভুল থেকে শিখবে। আশা করি, আবার সুযোগ পেলে ও দুই হাতে সুযোগ কাজে লাগাবে।”

SCROLL FOR NEXT