‘যা প্রমাণ করার ছিল, মুমিনুল করেছে’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jan 2018 07:34 PM BdST Updated: 31 Jan 2018 10:05 PM BdST
সেঞ্চুরির পর মুমিনুল হকের অমন খ্যাপাটে উদযাপনের কারণ বুঝতে একটুও অসুবিধা হয়নি তামিম ইকবালের। তবে বাঁহাতি ওপেনার উদযাপনের পেছনের প্রেক্ষাপট সবার সামনে আনেননি। তবে কাকে লক্ষ্য করে অমন উদযাপন তার ইঙ্গিত মিলেছে তামিমের কথায়।
Related Stories
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন ৪ উইকেটে ৩৭৪ রান করে বাংলাদেশ। দিন শেষে ১৭৫ রানে অপরাজিত মুমিনুল। প্রথম দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তামিম প্রশংসায় ভাসান সতীর্থকে।
“ব্যক্তিগতভাবে মনে করি, মুমিনুলের কিছু প্রমাণ করার ছিল এবং সে সেটা দারুণভাবে করেছে। দেখে আমারও ভালো লাগছে। আমি জানি কেন ও এটা (খ্যাপাটে উদযাপন) করেছে।”
চন্দিকা হাথুরুসিংহের অধীনে সময়টা খুব কঠিন কাটে মুমিনুলের। ওয়ানডে দলে জায়গা হারান। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বিতর্কিতভাবে বাদ দেওয়া হয় মুমিনুলকে। চোখের সংক্রমণের জন্য মোসাদ্দেক হোসেন ছিটকে গেলে শেষ পর্যন্ত দলে ফিরেন তিনি।
বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরের সময়ে হাথুরুসিংহে বলেছিলেন মুমিনুল শর্ট বলে দুর্বল। শ্রীলঙ্কা সফরের সময় আবার বলেন, অফ স্পিনে দুর্বলতা আছে তার। লঙ্কান পেসারদের শর্ট বল খুব সহজে সামলান মুমিনুল। অফ স্পিনার দিলরুয়ান পেরেরাকে খেলেন অনায়াসে। দেন নিজের সামর্থ্যের প্রমাণ।
দিন জুড়ে মুমিনুলের ব্যাটিংও ছিল দুর্দান্ত, যা তামিমের দেখা অন্যতম সেরা ইনিংস।
“আমার মনে হয়, মুমিনুলের ইনিংসটা মুগ্ধ করার মত। প্রথম থেকে ও আক্রমণাত্মক ছিল এবং সেভাবেই পুরো ইনিংসে ব্যাটিং করে গেছে। যখন ও একশ করে তখন স্ট্রাইক রেট ছিল ১০৩।”
“আমাদের জন্য ওর উইকেটটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিনে ও ওর উইকেটটা নষ্ট করেনি। অনেক সময় দেখা যায় ব্যাটিং উইকেটে বেশি রোমাঞ্চিত হয়ে ঝুঁকিপূর্ণ শট খেলে অনেকে আউট হয়ে যায়। ও সেটা করেনি। ও জানতো ওর উইকেটটা খুব গুরুত্বপূর্ণ। মুমিনুল এখন নটআউট, আশা করি ও আরো অনেক দূর যাবে।”
শান্ত, অন্তর্মুখী মুমিনুলের অমন উদযাপনে অবাক বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবিরা। শ্রীলঙ্কার বর্তমান ব্যাটিং কোচ অবশ্য সাবেক শিষ্যর আক্রমণাত্মক ব্যাটিং দেখে একটুও অবাক হননি।
“মুমিনুল খুব ভালো ব্যাটিং করেছে। স্পিনের বিপক্ষে ওর অ্যাপ্রোচ খুব ভালো ছিল। আজ ও বেশি আক্রমণাত্মক ছিল। (আমি যখন ব্যাটিং কোচ ছিলাম) তখন আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পিচে খেলেছি।”
“তেমন উইকেটে আজকের ব্যাটিং করাটা কঠিন। আজকের উইকেট একদম ফ্ল্যাট ছিল। মুমিনুল তার পা আর ক্রিজ খুব ভালোভাবে ব্যবহার করেছে।”
-
রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
-
গল টেস্টে অনায়াসেই জিতল ইংল্যান্ড
-
এই সিরিজে ভারতই সেরা, ওয়ার্নের রায়
-
‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
-
আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি
-
জয়ের দুয়ারে ইংল্যান্ড
-
বাংলাদেশের স্পিন চতুষ্টয় ভুলছে না উইন্ডিজ
-
দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ