২ হাজারে দ্রুততম মুমিনুল

মাইলফলকটি খানিকটা দূরেই ছিল। প্রয়োজন ছিল ১৬০ রান। অসাধারণ ব্যাটিংয়ে সিরিজের প্রথম দিনেই কাঙ্ক্ষিত সেই ঠিকানায় পৌঁছে গেলেন মুমিনুল হক। রেকর্ড গড়ে ছুঁলেন ২ হাজার টেস্ট রান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Jan 2018, 10:23 AM
Updated : 31 Jan 2018, 04:07 PM

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শেষ দিকে রঙ্গনা হেরাথের বলে বেরিয়ে এসে দারুণ ছক্কায় স্পর্শ করেছেন ২ হাজার রান।

এই মাইলফলকে বাংলাদেশের দ্রুততম মুমিনুল, লেগেছে তার ৪৭ ইনিংস। ৫৩ ইনিংসে ২ হাজার করে আগের রেকর্ড ছিল তামিম ইকবালের।

১ হাজারেও বাংলাদেশের দ্রুততম ছিলেন মুমিনুল। লেগেছিল ২১ ইনিংস। পরের হাজারে লাগল ২৬ ইনিংস।

২৬ টেস্টের ক্যারিয়ারে এদিন নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেছেন মুমিনুল।