ক্রিকেট

প্রথম ইনিংসে ৩০০ ছাড়ানো রান চান অধিনায়ক

Byক্রীড়া প্রতিবেদক

বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ভালো শুরুর জন্য প্রথম চার ব্যাটসম্যানের কাছে বড় ইনিংস চান অধিনায়ক।

“টস তো অবশ্যই গুরুত্বপূর্ণ। যত আগে ব্যাট করা যাবে তত ভালো। টপ ফোরে কেউ যদি বড় ইনিংস খেলতে পারে... প্রথম ইনিংসে যদি আমরা তিনশর বেশি রান করতে পারি, এটা আমাদের জন্য হবে বিগ প্লাস।”

“আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশ দলের ৫-৬ জন ব্যাটসম্যান তিন ফরম্যাটেই খেলে। সেদিক থেকে বলব যে … সবাই ফর্মেই আছে।”

টেস্টে দারুণ জমে উঠেছে তামিম-ইমরুল কায়েসের উদ্বোধনী জুটি। তিন নম্বরে মুমিনুল হক নির্ভরতা যোগাচ্ছেন। দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাকিব-মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটেও রয়েছে রান। মুশফিকের নিজের খেলার সামর্থ্য আছে বড় ইনিংস।

“ইমরুল বলেন, সাকিব বলেন, তামিম বা রিয়াদ ভাই, মুমিনুল সবাই ফর্মে আছে। অবশ্যই তাদের দিকে তাকিয়ে আছি। আশা করি, ওরা ভালো খেলবে।”

SCROLL FOR NEXT