অধিনায়ক বলছেন, অসম্ভব নয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2016 04:05 PM BdST Updated: 19 Oct 2016 08:53 PM BdST
অনভ্যস্ততা তো আছেই, থাকতে পারে অস্বস্তিও। মাঠে নামার আগে পেছনে থেকে টানছে এই বাস্তবতা। তবে মানসিক শক্তি দিয়ে সেই বাধা দূর করতে চান বাংলাদেশ অধিনায়ক। দীর্ঘদিন পর মাঠে নামার চ্যালেঞ্জ জিততে প্রস্তুত বাংলাদেশ, বলছেন মুশফিকুর রহিম।
Related Stories
টেস্ট ম্যাচ এমনিতেই অনেক কম খেলে বাংলাদেশ। তবে এবারের বিরতিই সবচেয়ে দীর্ঘ। খেলতে নামছে প্রায় সাড়ে ১৪ মাস পর! প্রতিপক্ষ এমন এক দল, যারা টেস্ট খেলে সবচেয়ে বেশি! বাংলাদেশের সবশেষ টেস্টের পর ইংল্যান্ড খেলে ফেলেছে ১৬ টেস্ট!
অ্যালেস্টার কুক, স্টুয়ার্ট ব্রড বলেছেন, বাংলাদেশের দীর্ঘদিন না খেলা তাদের জন্য বাড়তি সুবিধা। তবে ম্যাচ শুরুর আগে এসব নিয়ে আর ভাবতে নারাজ মুশফিক।
“আসলে এগুলো নিয়ে চিন্তা করলে তা আমাদের একটু ব্যাকফুটে রাখবে। এখন সময় খেলার। আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের জন্য অবশ্যই এটা বড় চ্যালেঞ্জ হবে। মানসিক ও শারীরিকভাবে হয়ত গত ১০-১১ বছরে যা করেছি, সেটার চেয়ে বেশি করতে হবে। আমার মনে হয় অসম্ভব কিছু না।”
মুশফিক এই চ্যালেঞ্জ জয় করতে চান মানসিক শক্তি দিয়ে। আর অনুশীলনের প্রতিফলন ফেলতে চান মাঠে।
“চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদের সিনিয়র ক্রিকেটাররা প্রস্তুত। জুনিয়র যারা স্কোয়াডে আছে, সুযোগ পেলে তারাও নিজেদের উজার করে দেওয়ার জন্য প্রস্তুত। এটার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসিকভাবে শক্ত থাকা। আমরা অনেক কিছুই চেষ্টা করেছি শেষ কদিনের অনুশীলনে। আশা করি, সেটির প্রতিফলন মাঠে দেখতে পাবেন আপনারা।”
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি