ইংল্যান্ড পরিষ্কার ফেভারিট: মুশফিক

কয়েক বছর ধরে দেশে-বাইরে ভালো খেলা ইংল্যান্ড দলকে ফেভারিট মানতে আপত্তি নেই মুশফিকুর রহিমের। তবে বাংলাদেশের অধিনায়কের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে এটাই শেষ কথা নয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 08:36 AM
Updated : 19 Oct 2016, 02:57 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক জানান, শক্তির বিচারে এই মুহূর্তে এগিয়ে অতিথিরাই।

“অবশ্যই, ইংল্যান্ড দল এগিয়ে। গত কয়েক বছরে দেশের মাটিতে ও বাইরে যেভাবে খেলছে, ওরা টেস্ট সিরিজে পরিষ্কার ফেভারিট। তবে এটাই শেষ কথা নয়। ওয়ানডে সিরিজে আমরাই ফেভারিট ছিলাম, কিন্তু হেরেছি।”

“গুরুত্বপূর্ণ হলো একটা দল সেশন বাই সেশন কতটা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারে। আর সেটাই আমাদের মূল লক্ষ্য।”

অ্যালেস্টার কুকের দলের প্রতি অনেক শ্রদ্ধা আছে মুশফিকের। তবে দলটির সামর্থ্যের পরীক্ষা নিতেও উন্মুখ অধিনায়ক।

“প্রথম ইনিংস গুরুত্বপূর্ণ হবে। যে লিড পাবে বা শুরুতে লাগাম নিতে পারবে, তারাই পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করবে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আশা করি, আমরা কঠিন লড়াই করতে পারব।”