এএইচ ৫০১৭: মালিতে মিলল ধ্বংসাবশেষ

একশ’র বেশি আরোহী নিয়ে আলজেরিয়ার বিধ্বস্ত বিমানটির সন্ধান পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 04:46 AM
Updated : 25 July 2014, 04:46 AM

বৃহস্পতিবার ১১৬জন আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটি শনাক্তে তল্লাশি অভিযান শুরু করে দুটি ফরাসি যুদ্ধবিমান ও জাতিসংঘের হেলিকপ্টার।

কয়েকঘণ্টার তল্লাশি শেষে মালির গোসি ও বুরকিনা ফাসোর সীমান্ত মধ্যবর্তী স্থানে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে মালির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে তুয়ারেজ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ রয়েছে এবং এলাকাটিও দুর্গম।

শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা ধ্বংসাবশেষ পরিদর্শনে যাবেন।

বৃহস্পতিবার বুরকিনা ফাসো থেকে আলজিয়ার্সে আসার পথে মালির উত্তরাঞ্চলে থাকা অবস্থায় এয়ার আলজেরির ফ্লাইট এএইচ ৫০১৭ এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

উড়োজাহাজটির ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু। স্পেনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা সুইফটএয়ারের কাছ থেকে ভাড়া করা হয়েছিল বিমানটি।

এয়ার আলজেরি জানায়, বিধ্বস্ত বিমানটির যাত্রীদের মধ্যে ফ্রান্সের ৫১ জন নাগরিক ছিলেন। এছাড়া বুরকিনা ফাসোর ২৪ জন, লেবাননের আটজন, আলজেরিয়ার চারজন এবং লুক্সেমবার্গের দুইজনের নাম রয়েছে যাত্রীদের তালিকায়।

এছাড়া বেলজিয়াম, সুইজারল্যান্ড, নাইজেরিয়া, ক্যামেরুন, ইউক্রেইন ও রুমানিয়ার একজন করে নাগরিক ওই বিমানে ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।