রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার মামলায় শুনানি

ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের দেওয়া প্রতিবেদনের ওপর শুনানি হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2017, 03:10 PM
Updated : 7 May 2017, 03:14 PM

রোববার শুনানি শেষে আগামী ১৪ মে এ মামলায় পুনরায় শুনানির দিন ঠিক করে দিয়েছেন নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান।

পিপি ওয়াজেদ আলী খোকন জানান, হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ সমন্বয়ক ফেরদাউসুর রহমানের দায়ের করা মামলায় আদালতে প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।

“বিচারক নথিপত্র পর্যালোচনা করে আগামী ১৪ মে পুনরায় শুনানির দিন ঠিক করেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তাকে সশরীরে উপস্থিত থেকে ব্যাখ্যা দিতে হবে।”

গত ১৯ এপ্রিল শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ’ এনে ফৌজদারি কার্যবিধির ২৯৮ ধারায় রাব্বির বিরুদ্ধে আদালতে মামলা করেন হেজাজতে ইসলাম নেতা ফেরদাউসুর রহমান।

অভিযোগ আমলে নিয়ে আদালত জেলা গোয়েন্দা পুলিশকে ৭ মে প্রতিবেদন দাখিলের আদেশ দেয়।