মাধবপুরে মন্দিরে ভাংচুর: ৭ আসামি কারাগারে

হবিগঞ্জের মাধবপুরে মন্দির ভাংচুরের মামলায় গ্রেপ্তার সাত আসামিকে কারাগারে পাঠানের আদেশ দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 12:12 PM
Updated : 7 Nov 2016, 01:40 PM

সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস এম হুমায়ুন কবির এ আদেশ দেন।
হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে আসামিদের আদালতে হাজির করা হলে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের আবেদন নাকচ করেছেন। 

এরা হলেন সৈয়দ মামুন মিয়া (৪২), উসমান গনি  (৩৬), ইয়াছিন মিয়া  (২৩), শুকুর আলী (২৮), জিলান মিয়া (৩০), শাহ মোহাম্মদ মনসুর (৪৫) ও শামিম মিয়া (৩৫)।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে হামলা চালানো হয়।

একই দিন নরসিংদীর মাধবপুর উপজেলা সদরে কালী মন্দিরসহ পাঁচটি মন্দিরে প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।

মাধবপুরের ঘটনায় রোববার রাতেই মাধবপুর থানার এসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত দুই শতাধিক লোককে আসামি করে একটি মামলা দায়ের করেন।

হামলার সময়ের ভিডিও ফুটেজ ও ছবি দেখে শনিবার সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।