জিয়ার কবরে ফুল দিতে এসে মারামারি

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসে আগে ঢোকা নিয়ে মারামারিতে জড়িয়েছে পল্লবী থানা বিএনপির দুই পক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2014, 11:27 AM
Updated : 1 Sept 2014, 11:36 AM

সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার কবর প্রাঙ্গণে পৌঁছানোর আগে এ ঘটনা ঘটে।

শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল সাড়ে ১০টার দিকেই জিয়ার কবর প্রাঙ্গণে পৌঁছাতে শুরু করে। এ সময় বিভিন্ন থানা শাখার নেতাকর্মীদের ব্যানার নিয়ে মিছিল করে সমাধি প্রাঙ্গণের ফটকের দিকে এগোতে দেখা যায়। 

এ সময় পেছন থেকে কয়েকজন দৌঁড়ে এসে পল্লবী থানা বিএনপির একটি মিছিলের ব্যানার কেড়ে নিয়ে যায়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কয়েকজনকে বাঁশ নিয়ে প্রতিপক্ষের দিকে তেড়ে যেতেও দেখা যায়। 

পরে পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়।

এর আধা ঘণ্টা পর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে সমাধি প্রাঙ্গণে এসে জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

এর আগে গত ২৪ জুলাই বিএনপির ঢাকা মহানগরের নতুন কমিটির সদস্যরা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে গেলে সামনে দাঁড়ানো নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও ধমকাধমকি হয়। ওইদিন দুই নারী নেতার মধ্যে চুলোচুলির ঘটনাও ঘটে।