জঙ্গিদের জন্য এত দরদ কেন: খালেদাকে হানিফ

জঙ্গিদের নিয়ে খালেদা জিয়ার বক্তব‌্যে তার ‘গোমর ফাঁস’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2016, 01:10 PM
Updated : 28 August 2016, 01:10 PM

তিনি বলেছেন, “জঙ্গিরা যখন মারা যাচ্ছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সুর পাল্টে গেছে। এখন বলছেন, এভাবে জঙ্গি মেরে সাধারণ মানুষকে মারা হচ্ছে। জঙ্গিদের প্রতি তার এত দরদ কেন?

“দরদ থাকবেই তো। কারণ খালেদা জিয়ার নির্দেশেই তো তারা এ ধরনের কর্মকাণ্ড করেছে। গোমর ফাঁস হয়ে যাচ্ছে।”

রোববার জাতীয় জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরামের ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।

নারায়ণগঞ্জে অভিযানে গুলশান হামলার ‘হোতা’ তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হওয়ার পর শনিবার বিএনপি চেয়ারপারসন জঙ্গিদের জীবিত না ধরে মারার সমালোচনা করেছিলেন।

হানিফ দাবি করেছেন, গুলশান হামলাসহ জঙ্গিদের সাম্প্রতিক তৎপরতায় বিএনপির মদদ ছিল। তারেক রহমান লন্ডনে বসে ‍গুলশান হামলার পরিকল্পনা করেছিলেন। 

“এই ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় বিএনপি নেত্রী জাতিকে বিভক্ত করার চেষ্টা করছেন। জঙ্গিদের পক্ষে কথা বলছেন। জঙ্গিদের সম্পর্কে তাদের বোল পাল্টেছে। এটা আজকে জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে।”

জিয়াউর রহমানের স্বাধীনতা পদক ফিরিয়ে নেওয়া হলে আওয়ামী লীগকে ‘ভুলের প্রায়শ্চিত্ত’ করতে হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব‌্যের জবাবও দেন হানিফ।

“আওয়ামী লীগ ভুল করে নাই, ভুল সিদ্ধান্ত নেয় নাই। আওয়ামী লীগ ভুল শুধরানোর জন্য কাজ করেছে। একজন খুনি কখনও পদক পেতে পারে না। জিয়াউর রহমানকে পদক দেওয়া ভুল হয়েছে, একটা ভুল চিরজীবন ভুল থাকতে পারে না।”

বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের নেপথ‌্য পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও জানান হানিফ। জিয়ার মরণোত্তর বিচারও তিনি দাবি করেন।

সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় মহাসচিব হারুন হাবীব, ভাইস চেয়ারম্যান নুরুল আলম, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী বক্তব্য দেন।