এবার জ্যাকি কেনেডির ভূমিকায় নাটালি

আততায়ীর হাতে নিহত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্ত্রী জ্যাকুলিন কেনেডির ভূমিকায় এবার পর্দায় দেখা যাবে অভিনেত্রী নাটালি পোর্টম্যানকে। কেনেডির মৃত্যুর পরের কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 10:27 AM
Updated : 17 May 2015, 10:27 AM

‘জ্যাকি’ নামের সিনেমাটি নির্মাণ করবেন চিলির পরিচালক পাবলো ল্যারেইন। ‘জ্যাকি’র মাধ্যমে আরও একবার ‘ব্ল্যাক সোয়ান’ নির্মাতা ড্যারেন অ্যারনোফস্কির সঙ্গে জুটি বাঁধছেন নাটালি। তবে এবার তিনি থাকছেন প্রযোজকের ভূমিকায়।

সিনেমাটির পরিবেশক সংস্থা ‘ওয়াইল্ড বাঞ্চ’- এর প্রধান জানান, ‘ব্ল্যাক সোয়ান’-এর কলাকুশলীদের নিয়েই এবার কাজ করছেন পাবলো।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ‘জ্যাকি’তে দেখা যাবে জন এফ কেনেডির স্ত্রীর সংগ্রামের গল্প, যিনি প্রেসিডেন্ট স্বামীর আকস্মিক মৃত্যুর পর সব কিছু হারান।

কেনেডি খুন হওয়ার পরবর্তী চার দিনের কাহিনি তুলে ধরার চেষ্টা করবেন পাবলো।এখানে দেখানো হবে কিভাবে পুরো পরিস্থিতি সামাল দিয়েছিলেন জ্যাকি কেনেডি।

বহুল প্রশংসিত চিলিয়ান সিনেমা ‘নো’র পরিচালক পাবলো সম্প্রতি আলোচনায় এসেছিলেন ‘স্কারফেইস’এর রিমেইক তৈরির ঘোষণা দিয়ে। চলতি বছরের শেষের দিকে শুরু হবে ‘জ্যাকি’র শুটিং।