‘ক্ষ’র গান আসবে বাংলাদেশেও

লন্ডনভিত্তিক ফিউশন ব্যান্ড ‘ক্ষ'র নিজ নামের প্রথম অ্যালবামটি যুক্তরাজ্যে প্রকাশিত হয় এ বছরের অগাস্ট মাসে। ব্যান্ডের সদস্য সোহিনি আলম জানালেন, অ্যালবামটি বাংলাদেশিদের হাতে পৌঁছে দিতে চান তারা ।

চিন্তামন তুষারচিন্তামন তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 09:20 AM
Updated : 16 Dec 2014, 09:20 AM

তিনি বলেন, “আমাদের প্রথম অ্যালবাম প্রকাশের সময় থেকেই বাংলাদেশি শ্রোতাদের কথা ভেবেছি আমরা। কীভাবে তাদের কাছে পৌঁছানো যায় তার নানা পরিকল্পনাও আছে আমাদের।”

যুক্তরাজ্যে বসবাসকারী শিল্পী আরও জানান, এবারের বাংলাদেশ সফরে অবশ্য সে পরিকল্পনায় কোনো অগ্রগতি হচ্ছে না।

এবার তার সফর মূলত তার আরেক সংগঠন ‘কমলা সমগ্র’ প্রযোজিত নাটক ‘বীরাঙ্গনা’র বাংলাদেশ ভ্রমণকে কেন্দ্র করে।

মুক্তিযুদ্ধের সময় ধর্ষিত ও নিযর্াতিত নারীর জীবন নিয়ে নির্মিত বীরাঙ্গনা নাটকের গান ও নেপথ্য কথনে কণ্ঠ দিয়েছেন তিনি।

লন্ডনভিত্তিক থিয়েটার ও শিল্পকলাবিষয়ক সংগঠন কমলা সমগ্রর অন্যতম প্রতিষ্ঠাতা সোহিনি আলম।

ব্যান্ড ‘ক্ষ’রও অন্যতম প্রতিষ্ঠাতা, কণ্ঠশিল্পী ও গীতিকার সোহিনি। ২০০৭ সালে যুক্তরাজ্যের যন্ত্রশিল্পী ও কম্পোজার অলিভার উইকসের সঙ্গে মিলে তিনি ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেন হিলিয়ার্ড।

দক্ষিণ এশীয় ও পশ্চিমা লোকসংগীতের পাশাপাশি ধ্রপদী ধারা, রক, ব্লুজ ও জ্যাজ প্রভাব লক্ষণীয় লন্ডনভিত্তিক ব্যান্ডটির সুর ও সংগীতায়োজনে।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও সুরারোপিত বাংলাদেশের জাতীয় সংগীতের মিশ্রধর্মী ট্র্যাকের ভিডিও প্রকাশের পর ২০১২ সালে ব্যাপক আলোচনার সৃষ্টি করে ব্যান্ডটি।