Published : 30 Mar 2013, 10:18 AM
এ বিষয়ে ‘গণজাগরণ সংস্কৃতি মঞ্চ’ এর মুখপাত্র শামীম আরা নীপা গ্লিটজকে জানিয়েছেন, ‘২৬ শে মার্চ রাত থেকে আমাদের সহযোদ্ধা সংগঠন ‘শহীদ রুমী স্কোয়াড’ প্রজন্ম চত্বরে জামাত-শিবিরের রাজনীতি বন্ধ এবং তাদেরকে নিষিদ্ধ করার দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছে এবং গণঅনশণে অবস্থান নিয়েছে। নিঃসন্দেহে ‘শহীদ রুমী স্কোয়াড’ এর এই পদক্ষেপ গণজাগরণ আন্দোলনকে আরো বেগবান করবে।’
নীপা বলেন, ৫ এপ্রিল পর্যন্ত এই ধারাবাহিক কর্মসূচি চলবে।
৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগ আন্দোলনে ক্রিয়াশীল ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘গণজাগরণ সংস্কৃতি মঞ্চ’। ২৮ ফেব্রুয়ারি থেকে গণজাগরণ সংস্কৃতি মঞ্চ ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে আসছে ।