কপিল দেবের চরিত্রে রণবীর সিং

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপটেন কপিল দেব-এর চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রণবীর সিং।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 04:17 PM
Updated : 25 Sept 2017, 04:17 PM

‘টিউবলাইট’-এর পর নতুন সিনেমা নিয়ে আসছেন পরিচালক কবির খান। ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপটেন কপিল দেব এর জীবনীনির্ভর এ সিনেমায় ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের বিশ্বকাপ জয়ের গল্প বলা হবে। এ ছবিতে কপিল দেবের  চরিত্রে অভিনয় করছেন ‘বেফিকার’ তারকা রণবীর সিং।

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে কবির খান বলেন, “১৯৮৩ সালের এ জয় ভারতীয় ক্রিকেট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ জয়ের পর ভারতের ক্রিকেটের অবস্থা পাল্টে যায়। এ খেলায় কপিল দেব এর ভূমিকা স্মরণীয় হয়ে আছে। আমার মনে হয় তিনিই ভারতের সার্থকতম ক্যাপটেন।”

তিনি আরও বলেন, “এ ছবির জন্য যখন রণবীর সিং-এর নাম প্রস্তাব করা হয় তখনই আমার মনে হয়েছে তরুণ কপিল দেব-এর চরিত্রে রণবীরের চেয়ে মানানসই আর কেউ নয়। কপিল দেবের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা বেশ কঠিন তবে আশা করছি রণবীর ভালোভাবেই তা করতে পারবে।”

এ মুহূর্তে সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবতী’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন রণবীর। দীপিকা পাড়ুকোন ও শহীদ কাপুর অভিনীত এ ঐতিহাসিক সিনেমায় দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ভূমিকায় দেখা যাবে তাকে। ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।