চলে গেলেন ‘দ্য কিং অফ কমেডি’খ্যাত জেরি লুইস

অগাস্ট যেন নক্ষত্রপতনের মাস! দেশের চলচ্চিত্রকে শোকে ডুবিয়ে নায়করাজ রাজ্জাকের প্রস্থানের এক দিন আগেই চলে গেলেন হলিউডের কমেডি কিংবদন্তি জেরি লুইস।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 01:48 PM
Updated : 22 August 2017, 01:48 PM

২০ অগাস্ট লাস ভেগাসে  পৃথিবী ছেড়ে চলে গেলেন খ্যামিতান কমেডি অভিনেতা জেরি লুইস। ৯১ বছর বয়সে হৃদরোগে  মৃত্যুবরণ করেছেন ‘কিং অফ কমেডি’ খ্যাত এ অভিনেতা।

১৯৫৭ সালে ‘দ্য ডেলিকেটেড ডেলিংকুয়েন্ট’ সিনেমার মাধ্যমে হলিউডে প্রবেশ করেন লুইস। এরপর একে একে অভিনয় করেন ‘দ্য কিং অফ কমেডি’, ‘দ্য লেডিসম্যান’, ‘দ্য নটি প্রফেসর’, ‘বোয়িং বোয়িং’, ‘ফানি বোন্স’ সহ অসংখ্য সাড়াজাগানো কমেডি সিনেমায়। তার  তীক্ষ্ণ-কৌতুকময় কথার খোঁচা ও ব্যাঙ্গাত্মক সংলাপের কারণে অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা পান তিনি।

ক্যারিয়ারের শুরুতে সংগীতশিল্পী ও কমেডিয়ান বন্ধু  ডিন মার্টিনের সঙ্গে মিলে ‘লুইস অ্যান্ড মার্টিন’ নামে একটি কৌতুক দল খোলেন লুইস। একাধিক সিনেমায় তাদের যৌথভাবে কৌতুক পরিবেশন করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের পাশপাশি ফ্রান্সেও জনপ্রিয়তা পায় তাদের এ সিনেমাগুলো।

রয়টার্সকে  জেরি লুইসের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার মুখপাত্র ক্যান্ডি ক্যাজো।  যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ তারকা। সর্বশেষ ২০১৩ সালের ‘ম্যাক্স রোজ’ সিনেমায় দেখা গেছে তাকে।