জয়ার প্রশংসায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা পেলেন জয়া আহসান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 02:41 PM
Updated : 24 July 2017, 02:41 PM

আজ (২৪ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে নেন জয়া। ‘জিরো ডিগ্রী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী পুরস্কার পাওয়া শিল্পীদের অভিনন্দন জানিয়েছেন। জয়াকে নিয়ে বললেন, “বিশেষ করে জয়াকে আমি ধন্যবাদ জানাই। সে একটা পুরস্কার পাচ্ছিলো কলকাতায়। কিন্তু সেখানে না গিয়ে বাংলাদেশে থেকে গেছে। আমি বলবো, বিদেশে একটা পুরস্কার পাওয়া অনেক বড় কথা। কিন্তু দেশের প্রতি তার যে একটা ভালোবাসা, যে টান রয়েছে এটাই সে প্রমাণ করলো। সেজন্য তাকে বিশেষভাবে অভিনন্দন।”

এর আগে ২০১৩ সালে ‘গেরিলা’ ও ২০১৪ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। তার অভিনীত কলকাতার চলচ্চিত্র ‘বিসর্জন’ সিনেমাটি ভারতেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। 

ক্যারিয়ারের শুরুতে মডেলিং ও টিভি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন জয়া। পরবর্তীতে ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়।