মিথ্যা বলেছেন কাঙ্গানা?

'তানু ওয়েডস মানু রিটার্নস' এর জন্য ১১ কোটি রূপি পারিশ্রমিক নিয়ে এখন বলিউডের সর্বোচ্চ আয়কারী নায়িকার খেতাব পেয়েছেন কাঙ্গানা রানাউত। তবে শোনা যাচ্ছে, 'রাঙ্গুন' এর জন্য তিনি পকেটে পুরেছেন মাত্র ৩ কোটি রূপি। তবে কি নিজের আয়ের ব্যাপারে মিথ্যা বলেছিলেন কাঙ্গানা?

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2016, 09:44 AM
Updated : 27 May 2016, 09:44 AM

'টাইমস অফ ইন্ডিয়া' জানিয়েছে, যেখানে গত বছরই একটি সিনেমার জন্য ১১ কোটি রূপি পারিশ্রমিক নিয়েছেন কাঙ্গানা, সেখানে তিনি 'রাঙ্গুন' এর জন্য দাবী করেছেন ৩ কোটি রূপিরও কম। সেক্ষেত্রে বলিউড এর সর্বোচ্চ আয় করা অভিনেত্রী হিসেবেও স্বীকৃতিটি হারান তিনি।

অবশ্য কাঙ্গানা নিজেই খোলাসা করলেন সবকিছু। সত্য-মিথ্যার কোন ব্যাপার নয়, বরং সিনেমায় তার সহ অভিনেতার সমান পারিশ্রমিকই দাবী করে থাকেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। জানালেন, টাকার অঙ্কটা কখনই তার কাছে মূল বিষয় নয়।

কাজের যথাযথ মূল্য না দেওয়া হলে পরবর্তী কিছু কাজের চুক্তি বাতিলও করে দিতে পারেন বলেই জানালেন এই তারকা। এই মূহুর্তে তিনি ব্যস্ত আছেন 'রাঙ্গুন' এবং 'সিমরান' সিনেমা দুটির শুটিং নিয়ে। সিনেমা দুটিই মুক্তি পাবে ২০১৭ সাল নাগাদ।

‘রাঙ্গুন’ নির্মাণ করেছেন ভিশাল ভারাদওয়াজ, এতে কাঙ্গানার সঙ্গে দেখা যাবে শাহিদ কাপুর এবং সাইফ আলি খানকে।