‘ডেডপুল'-এর কাছে ‘ফিতুর'-এর হার

বলিউড নির্মাতাদের নড়েচড়ে বসার সময় এসে গেছে! কারণ ভারতের বক্স-অফিসে এ সপ্তাহে চলছে হলিউডি ছবির রাজত্ব। একই দিনে মুক্তি পেয়ে ক্যাটরিনা কাইফের সিনেমা ‘ফিতুর’কে বক্স-অফিসে হারিয়েছে সুপারহিরো মুভি ‘ডেডপুল’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 10:00 AM
Updated : 13 Feb 2016, 10:00 AM

হিন্দুস্তান টাইমস বলছে, আন্তর্জাতিক বাজারে বেশ কয়েকটি রেকর্ড ভাঙ্গার পর ভারতেও ব্যাপক সাড়া পেয়েছে ‘ডেডপুল’। রায়ান রেইনল্ডস অভিনীত মাভর্েল কমিকসের নতুন সুপারহিরো ‘ডেডপুল’কে দেখতেই এখন প্রেক্ষাগৃহে ছুটছেন ভারতের দর্শকরা।

ওদিকে একই দিনে  মুক্তি পেয়ে ‘ডেডপুল’-এর তাণ্ডবে পেছনে পড়ে গেছে ক্যাটরিনা কাইফের সিনেমা ‘ফিতুর’।

শুক্রবার ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়ে ভারতে ৪ কোটি ১০ লাখ রুপি আয় করেছে ‘ডেডপুল’, জানান বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ। ওদিকে ‘ফিতুর’-এর সংগ্রহে ছিল মাত্র ৩ কোটি ৬১ লাখ রুপি।

ক্যাটরিনা কাইফ-আদিত্য রয় কাপুরের পর্দা রসায়ন, টাবুর অভিনয় এবং সর্বোপরি ব্যাপক প্রচারণা—সব মিলিয়ে ভালো কিছুই আশা করেছিলেন বিশ্লেষকরা ‘ফিতুর’এর জন্য। 

তারানের মতে, রবিবার নাগাদ বক্স অফিসে ‘মোটামুটি’ ফলাফল পাওয়ার জন্য দুইদিনে বড় ধরণের আয় করতে হবে ‘ফিতুর’কে, নাহলে বেশিদিন টিকবে না এর যাত্রা।

আবার সমালোচকদের হতাশ করলেও দর্শক পেয়েছে ইয়ামি গৌতম এবং পুলকিত সম্রাট অভিনীত সিনেমা ‘সানাম রে’, যা মুক্তি পেয়েছে একই দিনে। শুক্রবার অর্থাৎ প্রথম দিনে ‘সানাম রে’র আয় ছিল ৫ কোটি ৪০ লাখ রুপি, যা অনেকটাই অপ্রত্যাশিত বলছেন বিশ্লেষকরা।