আবারও কাঠগড়ায় সালমান

'বাজরাঙ্গি ভাইজান'-এর সাফল্যের আনন্দে যখন ভাসছেন সালমান খান, তখন আবারও তাকে ফিরতে হচ্ছে কাঠগড়ায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 02:24 PM
Updated : 28 July 2015, 02:26 PM

২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর চলতি বছরের ৬ মে সালমানকে ৫ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করে উচ্চ আদালতে আবেদন করেন সালমান।

হাইকোর্টে মামলাটি ওঠার পরপরই এক মাসের গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। সে সময় নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। ৩০ জুলাই সালমানের মামলার শুনানির দিন ধার্য করা হয়। 

সালমানের পক্ষ থেকে ৩ অগাস্ট পর্যন্ত মামলা স্থগিত করার আবেদন জানানো হলেও তা মুম্বাই হাইকোর্ট নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মদ্যপান করে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা

ঘটান সালমান। সেদিন তার গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় রাস্তার পাশে শুয়ে থাকা এক ব্যক্তি, এছাড়া আহত হন আরও চার জন।