২০০ কোটি ছাড়ালো 'বাজরাঙ্গি ভাইজান'-এর আয়

পর্দায় ভারতীয় অভিনেতা সালমান খানের ভারত থেকে পাকিস্তানের যাত্রার কাহিনি 'বাজরাঙ্গি ভাইজান'-এর বক্স-অফিসে জয়যাত্রা অব্যাহত রয়েছে। মুক্তির নয় দিনেই ২০০ কোটি ছাড়িয়ে গেছে সিনেমাটির আয়।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 03:22 AM
Updated : 27 July 2015, 03:40 AM

১৭ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলা সিনেমাটি তিন দিনেই আয় করে নেয় শত কোটি রুপি। ২৫ জুলাই শনিবার ২০ কোটি ৫ লাখ রুপি আয় করার পর ভারতের বাজারে সিনেমাটির আয় ২০০ কোটি ছাড়িয়ে যায়।

সিনেমাটির নির্মাতাদের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "কাবির খান পরিচালিত সিনেমাটি, যেটি শুক্রবার পর্যন্ত ১৯৭.৭৭ কোটি আয় করে, ২০.০৫ কোটি (ভারত) আয় করেছে, যার ফলে সিনেমাটির মোট আয় দাড়িয়েছে ২১৭.৮২ কোটি।"

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করেন, "#বাজরাঙ্গিভাইজান লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে। শনিবার আয় অনেক বেড়েছে। সপ্তাহ ২: শুক্রবার ১৩.১৫ কোটি, শনিবার ২০.০৫ কোটি। মোট: ২১৭.৮২ কোটি।"

আরেক বাণিজ্য বিশ্লেষক কোমাল নাহতা বলেন, "বাজরাঙ্গি ৯ দিনে ২০০ কোটি পেরিয়েছে। অসাধারণ!"

হিন্দু দেবতা হনুমান বা বাজরাঙ্গির ভক্ত এক ভারতীয় যুবকের এক পাকিস্তানি মূক শিশুকে বাড়ি পৌঁছে দেয়ার কাহিনি নিয়ে নির্মিত সিনেমাটি দর্শক-সমালোচক দুই শ্রেণিরই মন জয় করেছে। দীর্ঘ দিন পর নিজের অ্যাকশন অবতার ছেড়ে আবার পাশের বাড়ির ছেলেটির রূপে ফিরেছেন সালমান খান। আর তার এই প্রত্যাবর্তনকে সাদরে গ্রহণ করেছেন দর্শকরা। ভারতের পাশের দেশ পাকিস্তানেও দারুণ সমাদর পাচ্ছে সিনেমাটি।