নগর পরিচ্ছন্নতায় ঝাড়ু হাতে মন্ত্রী মোশাররফ

চট্টগ্রাম শহরের কেন্দ্রে অবস্থিত নগর উদ্যান ডিসি হিল প্রাঙ্গনে এক পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে অংশ নিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 03:02 PM
Updated : 23 Sept 2017, 03:18 PM

‘ইয়োগা প্রভাতী’ নামের একটি সংগঠনের উদ্যোগে শনিবার এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান হয়।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মন্ত্রী মোশাররফ ডিসি হিল প্রাঙ্গনে থাকা দর্শনার্থীদের বসার স্থায়ী আসনগুলো পরিষ্কার করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন বলেন, “আমাদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে নিজেদেরই এগিয়ে আসতে হবে। কারো জন্য অপেক্ষা করলে চলবে না।

“ডিসি হিলের সংস্কার সাধনে আরও যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে এখানে প্রয়োজনীয় ডাস্টবিন স্থাপন, টয়লেট সংস্কারসহ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনগণকে ডিসি হিলের সৌন্দর্য্য রক্ষায় এগিয়ে আসতে ও সচেতনা সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল।

মানিক রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ।