ভাঙা রাস্তায় উল্টাল ট্রেইলার, প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রামে ভাঙা রাস্তায় কন্টেইনারবাহী একটি ট্রেইলার উল্টে অটো রিকশার উপর পড়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 06:06 AM
Updated : 13 August 2017, 12:53 PM

রোববার সকাল পৌনে ১০টার দিকে বন্দরনগরীর নিমতলা মোড় থেকে ৫০০ গজ দূরে বিশ্বরোডে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বন্দর থানার ওসি ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ট্রেইলার ও অটো রিকশা দুটোই নিমতলা মোড়ের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে ট্রেইলারটি উল্টে গিয়ে অটো রিকশাটিকে চাপা দেয়।”

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়; হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।

নিহতরা হলেন-জসিম শিকদার (৩৮), ওবায়েদ ওবাইদুর (৩০) ও মোশাররফ হোসেন মাসুম (৪১)। আহত সুজন (৩১) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই অটোরিকশায় চালকসহ মোট চারজন ছিলেন। দুজন ঘটনাস্থলেই মারা যান।

ট্রেইলার উল্টানোর পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস বড় ক্রেইন এনে ট্রেইলারটি সরিয়ে নিলে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল শুরু হয়।

চট্টগ্রাম বন্দর থেকে নিমতলা বিশ্বরোড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠে কন্টেইনারবাহী ট্রেইলার, লরি ও কভার্ড ভ্যানগুলো।

এই বর্ষা মৌসুমে নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কটি ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি সংস্কার করা হয়নি। সড়কটির অধিকাংশ স্থানে পিচ উঠে গেছে এবং বিভিন্ন অংশে বড় বড় গর্ত হয়ে পানি জমে রয়েছে।