তক্ষকসহ আটকের পর বণ্যপ্রাণী আইনে নারীসহ দুজনের কারাদণ্ড

চট্টগ্রামে তক্ষক নিয়ে আটক এক নারীসহ দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 01:32 PM
Updated : 21 March 2017, 01:32 PM

মঙ্গলবার বিকালে নগরীর অক্সিজেন মোড় থেকে পুলিশ তাদের আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ কারাদণ্ড দেন।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত রাজিয়া খাতুন (৩৫) ও আল আহমেদ (৪২) ঝিনাইদহের সাধূহাটি ইউনিয়নের বাসিন্দা।  তারা সম্পর্কে দেবর-ভাবি।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাররা রাঙামাটির বরকল উপজেলা থেকে তক্ষক দুইটি সংগ্রহ করে ঝিনাইদহ নিয়ে যাচ্ছিলেন।

কারাদণ্ড পাওয়া নারী ও পুরুষ

বিকালে রাঙামাটি থেকে চট্টগ্রাম আসার পথে অক্সিজেন চেক পোস্টে গাড়ি তল্লাশির সময় তাদের কাছ থেকে তক্ষক দুইটি উদ্ধার করা হয়।

ওসি মহসিন বলেন, “তাদের আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ‘বন্যপ্রাণী আইনের ১২(৫) ধারায়’ তাদের তিন মাস করে কারাদণ্ড দেন।”