লোহাগাড়া-খাগড়াছড়িতে ইটভাটার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ড্রাম চিমনির চারটি ইটভাটা বন্ধ এবং খাগড়াছড়িতে ছাড়পত্র বিহীন ২৮টি ইটভাটাকে ৫৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যু্রোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 04:15 PM
Updated : 13 Feb 2017, 04:15 PM

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্যর জানানো হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে সোমবার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় ওই চার ইটভাটায় অভিযান চালানো হয়।

ড্রাম চিমনি ব্যবহার করে ভাটা চালু রাখায় ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া হয়।

বন্ধ করা ইটভাটাগুলো হলো- সিডিএম, এআরবি, বিবিএম এবং এমকেবি।

রোববার খাগড়াছড়ি উপজেলার ২৮টি ইটভাটার বিরুদ্ধে শুনানি পরিচালনা করেন আজাদুর রহমান মল্লিক।

শুনানিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সনাতন পদ্ধতির এসব ইটভাটার বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৭ ধারা অনুসারে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করায় প্রতিটি ইটভাটাকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ ধার্য করা হয়।

ক্ষতিপূরণের এই অর্থ আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

পাশাপাশি সনাতন পদ্ধতির এসব ইটভাটাকে আগামী ৩০ জুনের মধ্যে আধুনিক প্রযুক্তিতে রূপান্তরের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।