আইআইএমের সঙ্গে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্টের চুক্তি

শিক্ষা, গবেষণা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (আইআইএম) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 04:59 PM
Updated : 18 Jan 2017, 05:02 PM

বুধবার সিআইইউ’র জামালখান ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে সিআইইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই-কমিশনার সোমনাথ হালদার।

তিনি বলেন, “রাঁচির আইআইএম একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সাথে সিআইইউর সমঝোতা স্মারক একটা আশাব্যঞ্জক বিষয়।”

সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, “আইআইএমের মতো প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক করতে পেরে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউ’র মার্কেটিং বিভাগের প্রধান ড. মাহমুদ হাসান, ফিন্যান্স বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের, ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের প্রধান প্রকৌশলী রশিদ এ. চৌধুরী, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ ও ইটিএ বিভাগের প্রধান এমরান হারুন।